বাংলারজমিন

শাল্লায় ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, ৭:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও ১১শত পিস মাছ ধরার নিষিদ্ধ প্লাস্টিকের ছাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১ টায় শাল্লা উপজেলা ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মুক্তাদির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘুঙ্গিয়ারগাঁও নৌকা ঘাটে থাকা ও দীপংঙ্করের দোকান থেকে প্রায় ১১শ নিষিদ্ধ প্লাস্টিকের ছাই জব্দ করেন।
পরে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে কারেন্ট জাল ব্যবসায়ী প্রভাংশু দাসের দোকান থেকে ৯০ কেজি ও মোঃ বিলাল মিয়ার দোকান থেকে ৮৭ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পরে শাহীদ আলী স্কুল মাঠে এসব জাল ও ছই পুরিয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন,      উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান,শাল্লা থানার এসআই লুৎফুর রহমান,পুলিশ সদস্য জিয়াউর রহমান ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী  প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status