বাংলারজমিন

ময়মনসিংহ নাসিব সভাপতি হামিদকে অব্যাহতি ও সদস্য পদ থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৫ জুলাই ২০২০, বুধবার, ৭:৪১ পূর্বাহ্ন

জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ নাসিব ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী ও জেলা শাখার সভাপতি ও মোহনা ইঞ্জিনিয়ার ওয়ার্কার্সের স্বত্বাধিকারী আব্দুল হামিদকে জেলা নাসিবের সভাপতি পদ থেকে অব্যাহতি এবং সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা করেছে। কেন্দ্রীয় নাসিবের ভারপ্রাপ্ত সচিব মাহমুদুর রিফাত খান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়। পত্রে উল্লেখ করেছেন হামিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত ১২ই জুলাই নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই পত্রে শূন্যপদে ময়মনসিংহ নাসিবের সহ-সভাপতি ও মেমার্স মিনিমাঙ এন্টারপ্রাইজের মালিক নুরুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে সংগঠনের সকল নথিপত্র ও হিসাব নিকাশ বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পত্রে উল্লেখ করেন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ আবদুল হামিদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।  এর সঠিক কোনো জবাব প্রদান না করে ৩ মাস পর মনগড়া অগ্রহণযোগ্য জবাব প্রদান করেন। এতে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সংগঠন বিরোধী কাজে লিপ্ত হয়ে নাসিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে সংগঠনের ১৮ ধারা অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় ও জেলা শাখার সভাপতি পদ থেকে হামিদকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status