বাংলারজমিন

৪০০ মেয়ে শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:৩৩ পূর্বাহ্ন

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১৮৫ জন ভিক্ষুককে মালামালসহ একটি করে ভ্রাম্যমাণ দোকান, ৩টি করে ছাগল ও ১৫টি করে মুরগি এবং মাধ্যমিক পর্যায়ের ৪০০ জন মেয়ে শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে। এলজিএসপির ২৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গতকাল দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত ভূমি সচিব মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status