বাংলারজমিন

বন্দরে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:২৬ পূর্বাহ্ন

 বন্দরে মাদকসহ আটক দুইজনকে ছিনিয়ে নিতে ডিবি পুলিশের  ওপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা। এ হামলায় নারায়ণগঞ্জ জেলা  গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য  সারোয়ার আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বন্দর থানার ১০০ গজ দূরে সোনাকান্দা  কেল্লা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা  গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকের নেতৃত্বে   রোববার রাতে ডিবি পুলিশের একটি দল বন্দরে অভিযান চালায়। এ সময় সোনাকান্দা এলাকা থেকে  ফেন্সিডিলসহ বুইট্টা আবুল ও মাকসুদ নামের দুইজনকে আটক করা হয়। আটক দুইজনকে নিয়ে মাদক উদ্ধারের জন্য অভিযানে  যায়। এ সময় ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় মাদক কারবারি মহসিন ও তার সাঙ্গপাঙ্গরা। আটক দুইজনকে ছিনিয়ে নিতেই এ হামলা করা হয়েছে। হামলায় কনস্টেবল সারোয়ার আহত হয়েছে এবং  পুলিশের ব্যবহৃত গাড়ির কাঁচ ভেঙে গেছে। ৪ বোতল  ফেন্সিডিলসহ আটক দুইজন  ডিবি পুলিশের  হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ইন্সপেক্টর (অপারেশন) শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর  হান্নান সরকার উপস্থিত ছিলেন। ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status