খেলা

সিটির বড় জয়ের রাতে নতুন রেকর্ড লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৭:০৭ পূর্বাহ্ন

আগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটির। সেই হারের পর জয়ে ফিরতে মরিয়া ছিল পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লীগে বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আগের ম্যাচে হারের ক্ষত মুছেছে সিটিজেনরা। আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিতের পর আরও নতুন কীর্তি গড়ার সুযোগ পায় অলরেডরা। ব্রাইটনকে হারিয়ে ইংলিশ শীর্ষ ফুটবলে (এক মৌসুমে) দ্রুততম ৩০ জয়ের রেকর্ড গড়ল ইয়ুর্গেন ক্লপের দল। ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট অলরেডদের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৯ পয়েন্ট।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা ছিল অপ্রতিরোধ্য। নিউক্যাসলকে দাঁড়াতেই দেয়নি পেপ গার্দিওলার দল। পাসিং ফুটবলের পসরা সাজিয়ে গড়েছে রেকর্ডও। ৮৪০ পাস খেলে সফলতার হার ৯৩.৭ শতাংশ। দশম মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ১০ ম্যাচ পর প্রথম গোল পেলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আকাশী-নীল জার্সিতে শেষবার গোলের দেখা পেয়েছিলেন গত ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ৫৮তম মিনিটে নিউক্যাসল ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেসের আত্মঘাতী গোলে ৩-০তে এগিয়ে যায় ম্যানসিটি। ৬৪তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ব্যবধান আরো বাড়ান ডেভিড সিলভা। অতিরিক্ত সময়ে নিউক্যাসলের জালে পঞ্চম গোল করেন রাহিম স্টার্লিং।

চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে খেলা শেষ পাঁচ ম্যাচে গোলহীন ছিল লিভারপুল। অবিশ্বাস্যই বটে। ‘গোলখরা’ কাটাতে খুব বেশি সময় নেয়নি অলরেডরা। ষষ্ঠ মিনিটে মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে লিড নেয় লিভারপুল। দুই মিনিট পর ব্যবধান বাড়ান জর্ডান হেন্ডারসন। প্রথমার্ধের শেষ দিকে প্যাসকেল গ্রসের ক্রসে লেয়ান্দ্রোর ভলি জালে জড়ালে ম্যাচে ফেরে ব্রাইটন।

৭৬তম মিনিটে লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জোড়া পূরণ করেন সালাহ। চলতি লীগে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। ২২ গোল নিয়ে তালিকায় শীর্ষে আছে লেস্টার সিটির জেমি ভার্ডি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোল ২০টি।

অলরেডদের জার্সিতে লীগে ‘সেঞ্চুরি’ পূরণ হলো মোহাম্মদ সালাহর। ১০৪ লীগ ম্যাচে ৭৩ গোল ও ২৭ অ্যাসিস্ট। স্টিভেন জেরার্ড, রবি ফাউলার এবং মাইকেল ওয়েনের পর লিভারপুলের চতুর্থ ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status