বাংলারজমিন

হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

৮ জুলাই ২০২০, বুধবার, ৫:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের আহমদ ফার্মেসিকে মেয়াদবিহীন স্যানিটাইজার ও মেয়াদোত্তীর্ণ ইনজেকশন এবং আবদুল্লাাহ এন্ড সন্সকে মেয়াদত্তীর্ণ সাবান ও প্রসাধনী সংরক্ষণ এবং বিক্রির দায়ে মোট ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে শহরের চৌধুরীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেস ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও শায়েস্তানগর, বাইপাস এলাকাসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা ও সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও শামসুদ্দিন মো. রেজা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status