বাংলারজমিন

সরাইললে করোনা সচেতনতায় প্রচারপত্র বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:২৯ পূর্বাহ্ন

 নোভেল করোনা ভাইরাসের আক্রান্ত ঠেকাতে মানুষকে সচেতন করার লক্ষে গুরূত্বপূর্ণ তথ্যের প্রচারপত্র বিতরণ করেছে সরাইল সরকারি কলেজ। গতকাল মঙ্গলবার তারা সরাইল সদরের বিভিন্ন সড়কে ঘুরে ফিরে নানা শ্রেণি পেশার লোকজনকে প্রচারপত্রের সাথে পরিস্কার পরিচ্ছন্নতার সামগ্রিও প্রদান করেছেন। সাথে ছিল কলেজ স্কাউট দলের সদস্যরা। কলেজসূত্র জানায়, করোনা ভাইরাস কি? কীভাবে ছড়ায়? আক্রান্তের লক্ষণ সমূূূহ কি কি? প্রতিরোধের উপায় ও অসস্থ হয়ে পড়লে করণী সমূহ সহজ ভাষায় ব্যাখ্যা করে লিফলেট তৈরী করেছে সরাইল কলেজ। সমাজে বসবাসকারী সকল শ্রেণি পেশার মানুষকে করোনা বিষয়ে আরো সচেতন করাই কলেজ কর্তৃপক্ষের মূল লক্ষ। গতকাল সকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট দলের সদস্যদের অংশ গ্রহনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার নেতৃত্বে উপজেলা চত্বর থেকে প্রচারপত্র ও পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রি বিতরণ শুরূ করেন। সদরের প্রধান সড়ক সমূহে ঘুরে তারা মানুষকে মাস্ক ও ডেটল সাবান প্রদান করেন। এ দলে ছিলেন সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status