খেলা

যে কারণে আয়োজক হতে চায় না বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার

৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:৩৯ পূর্বাহ্ন

এএফসি কাপের আয়োজক হওয়ার আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘অতিরিক্ত ঝামেলা মাথায় না নিয়ে দলের অনুশীলনে মনোসংযোগ দিতে চাই। এ জন্য আমরা এএফসি কাপে স্বাগতিক হওয়ার আবেদন করছি না।’
স্থগিত থাকা এএফসি কাপের খেলার নতুন সিডিউল ঘোষণা করেছে এএফসি। ‘ই’ গ্রুপের বাকি ১০ ম্যাচ হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল এএফসি। আয়োজক হতে চাইলে ১৭ই জুলাইর মধ্যে এই চার দলকে আবেদন করতে বলেছিল এএফসি। বসুন্ধরা কিংসের আগের থেকেই আয়োজক হওয়ার আগ্রহ কম ছিল। এএফসির চিঠি পাওয়ার পর বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা আবেদন করলেই যে এএফসি অনুমোদন দেবে তাও নয়। কারণ, এখানে অনেক বিষয় আছে। প্রতিদিন দুটি করে ম্যাচ। ঢাকায় আমাদের ভেন্যু একটা। আবার গ্রুপের শেষ ম্যাচ দুটি হতে হবে একই সময়। তখন আমরা কিভাবে করবো? তাছাড়া ওই সময় করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন থাকে সেটাও বড় একটা বিষয়। দলগুলো তিনদিন আগে আসবে। সবার কোভিড-১৯ পরীক্ষা করা, আইসোলেশনের ব্যবস্থা করা, নিরাপত্তা, চিকিৎসা- অনেক বিষয় জড়িয়ে আছে এখানে। তার চেয়ে ভালো আমরা দলের অনুশীলন নিয়ে মাথা ঘামাই। খেলা যেখানেই হোক খেলে আসবো।’ আগ্রহী দেশকে ২১শে জুলাই এএফসি শর্তগুলো পাঠাবো। ২৪শে জুলাই সবকিছু পর্যবেক্ষণ করে ৩১শে জুলাই এএফসি আয়োজক দেশ নির্ধারণ করবে। আগামী ২৩শে অক্টোবর মাজিয়ার বিরুদ্ধে, ২৬শে অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ২৯শে অক্টোবর চেন্নাইন সিটি এফসির বিরুদ্ধে, ১লা নভেম্বর টিসি স্পোর্টসের বিরুদ্ধে এবং ৪ঠা নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলবে বসুন্ধরা কিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status