দেশ বিদেশ

চট্টগ্রামে করোনায় বরাদ্দের দাবিতে অন্যরকম পদযাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৬ জুলাই ২০২০, সোমবার, ৮:৪২ পূর্বাহ্ন

মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরসহ কয়েকটি সংগঠনের অংশগ্রহণে হয়ে গেল অন্যরকম এক পদযাত্রা। রোববার সকালে চট্টগ্রামের জি.ই.সি মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। শেষ হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের দাবি-করোনাভাইরাস আক্রান্ত বা আক্রান্ত নন এমন সব রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণ, কোভিড চিকিৎসায় আইসিইউ বেড বাড়ানো, অক্সিজেন প্ল্যান্ট তৈরি, ভাড়াটিয়াদের বাড়ি ভাড়াসহ চট্টগ্রামের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে। পদযাত্রা শেষে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে প্রেস ক্লাব চত্বরে সভায় বক্তব্য রাখেন, ডা. মাহফুজুর রহমান, সুশময় চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, জসিম উদ্দিন মোবারক, নুরুল আফসার, আজম সাদেক, আবু জাফর মাহমুদ, আসমা আক্তার, হাসান মারুফ রুমি, রুবা আহসান, অপূর্ব কুমার নাথ, সরওয়াল আলম মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী রাজেশ ইমরান, নাসির জসি, জয়নুদ্দিন জয়, বেলাল হোসেন, হাজী মো ইলিয়াস প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status