খেলা

এবার ভারতকে হারাতে চান সাদ

স্পোর্টস রিপোর্টার

৫ জুলাই ২০২০, রবিবার, ৮:১৫ পূর্বাহ্ন

ভারতের মাটিতে যা পারেননি নিজেদের মাঠে সেটা করে দেখাতে চায় বাংলাদেশ। বিশেষ করে ভারতের বিপক্ষে গোল করা সাদ যেকোনো মূল্যে দেশের মাটিতে ভারতকে হারাতে চান। কলকাতার সেই ম্যাচকে প্রেরণা হিসেবে নিয়ে হোম গ্রাউন্ডে ভারতকে হারানোর আশা নিয়ে সাদ উদ্দিন বলেন, ‘আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভালো স্কোয়াড নিয়ে নেমেছিলাম। আমাদের বর্তমান যে স্কোয়াড রয়েছে আশা করি যদি আমরা আমাদের আশানুরূপ পারফরমেন্স ও ফর্ম ধরে রাখতে পারি, তাহলে ভারতের বিপক্ষে আমি জয়ের সম্ভাবনা দেখি। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নিজের মাঠে খেলা হওয়ায় আমরা একটু বাড়তি সুবিধা অবশ্যই পাবো।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছর ১৫ই অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট কেড়ে নিয়েছিল বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হলেও ভারতের বিপক্ষে ম্যাচটিতে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সবাই। বিশ্বকাপ বাছাইয়ে এখনো চারটি ম্যাচ বাকি জেমি ডের দলের। এরমধ্যে আফগানিস্তান, ভারত এবং ওমানের বিপক্ষে তিনটি ম্যাচই ঘরের মাঠে। ৮ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় বিশ্বকাপ বাছাই শুরু করে বাংলাদেশ ১২ই নভেম্বর খেলবে ভারতের বিপক্ষে। ভারতের মাটিতে গত অক্টোবরে সেই ড্রয়ের পর এবার জয়ের আশা করা সাদ উদ্দিন আবারও গোলের আনন্দে দেশবাসীকে ভাসাতে চান, ‘নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ, তাছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে সামান্য বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে জয়ের জন্যই নামবো। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যাচের মতো স্কোর করে দলকে এগিয়ে দিতে চাই এবং ম্যাচের সম্পূর্ণ তিন পয়েন্ট অর্জনই আমাদের লক্ষ্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status