করোনা আপডেট

সিলেটে আরো ৮৯ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৪ জুলাই ২০২০, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটে নতুন করে আরো ৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাবির ল্যাব রিপোটে এ তথ্য জানা গেছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৫৩ জন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৬ জন শনাক্ত হয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্তদের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৪ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে এখন করোনাক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৮৩ জন। আরা মারা গেছেন ৮২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status