বাংলারজমিন

রাজারহাটে বিলে পোনামাছ অবমুক্তকরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

১ জুলাই ২০২০, বুধবার, ৮:৩৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. রাজু সরকার, রাজারহাট ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কাছে ৩২ একর সম্বলিত কোটেশ্বর বিল বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় কর্তৃক উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য লিজ প্রদান করেন। এরই প্রেক্ষিতে  মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আকলিমা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসন  ও পুলিশ বিভাগের সহযোগীতায় বিলটি দখলমুক্ত করে ওই সমিতির নিকট হস্তান্তর করেন।
 এর পরপরই ওই সমিতির পক্ষ থেকে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্ত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status