বাংলারজমিন

নবীনগর পৌরসভার বাজেট ঘোষণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১ জুলাই ২০২০, বুধবার, ৮:৩৪ পূর্বাহ্ন

নবীনগর পৌরসভার  ২০২০-২০২১  অর্থবছরের জন্য ১৬০ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৭৯৬ টাকা ৭১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌরসভা মিলনায়তনে  এই বাজেট ঘোষণা করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয়  দেখানো হয়েছে  ৩ কোটি  ৮৩  লাখ ৭৪ হাজার ৮৫৩ টাকা এবং উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৫৬ কোটি ৪০ লাখ  ৭৬ হাজার  ৯৪৩ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ চার হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে একশত  ৫৭কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭ শত টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট উদ্বৃত্ত ৩৭ লক্ষ  ৭০ হাজার  ৮৫৩ টাকা এবং উন্নয়ন খাতে উদ্বৃত্ত ১৪ লক্ষ চুরাশি হাজার সাতশত টাকা প্রস্তাবিত বাজেটে পৌর ভবন শিশুপার্ক অডিটোরিয়াম কসাইখানা সোলার স্ট্রিট লাইট স্থাপন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক শহর রক্ষা বাঁধ ও রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, কবরস্থান ও শ্মশান উন্নয়ন,  করোনা ভাইরাস প্রতিরোধ, টএওওচ-ওওও প্রকল্প এর আওতায় এঅচ ও চজঅচ বাস্তবায়ন,  বর্জ্য ব্যবস্থাপনা, বস্তি উন্নয়ন, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status