বাংলারজমিন

করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

১ জুলাই ২০২০, বুধবার, ৭:৪৮ পূর্বাহ্ন

ফেনীতে মুক্তিযোদ্ধাসহ ৩
ফেনী প্রতিনিধি: ফেনীতে করোনার উপসর্গ নিয়ে দুই মুক্তিযোদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নের মোজাহিদ ওরফে জাহেদ চৌধুরী (৮০) ও দুলাল পাটোয়ারী (৭০) নামে দুই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। এদের মধ্যে ঢাকা নেয়ার পথে দুলাল পাটোয়ারী ও নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় জাহেদ চৌধুরীর মৃত্যু হয়। মঙ্গলবার নিহতদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। অপরদিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে জান্নাতুল ফেরদাউস নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন নিহত দুই মুক্তিযোদ্ধার পরিবারের বরাত দিয়ে জানান, সোনাগাজী সদর ইউনিয়নের বেচু পাটোয়ারী বাড়ির বাসিন্দা দুলাল পাটোয়ারী সম্প্রতি জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। এ সময়ে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে দুলালের শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য দুলাল পাটোয়ারীকে ঢাকা নেয়ার পথে ফেনীর অদূরে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়। অপরদিকে শ্বাসকষ্ট, জ্বর ও বমিসহ করোনার উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মুজিব আলী চৌধুরী বাড়ির বাসিন্দা জাহেদ চৌধুরী। একপর্যায়ে শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তার মৃত্যু হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধদের পরিবারের কারো উপসর্গ না থাকায় মরদেহের নমুনা সংগ্রহ নিয়ে স্বাস্থ্য বিভাগ কোনো সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার দুপুরের নিহতদের গার্ড অব অনার দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে পরশুরামে করোনার উপসর্গ নিয়ে জান্নাতুল ফেরদাউস নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জান্নাতুল পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার মেয়ে। পরশুরাম করোনা দাফন স্বেচ্ছাসেবক টিম প্রধান ইয়াছিন শরীফ মজুমদার জানান, রাতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতারের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে নিহতের মরদেহ পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গাংনীতে ১
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: গাংনী উপজেলার বামন্দী গ্রামে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। জয়নাল আবেদীন বামন্দী শহরের খোদা বকসের  ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে নিজ বাড়িতে সে মারা যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, জয়নাল আবেদীনের সর্দি-কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে বৃদ্ধ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে করোনা উপসর্গে আব্দুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রহমান উপজেলার হেলাই গ্রামের মৃত মোহাম্মদ বিশ্বাসের ছেলে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাতুন আরা ইতা জানান, তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। তার প্রেসারও বেশি ছিল। হঠাৎ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২/৩ দিন তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, কালীগঞ্জে মঙ্গলবার নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে। গত রোববার রাতে হেলাই গ্রামের মোস্তাক আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মারা যান। এর আগে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

কুমেকে ৪
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ  নিয়ে মারা গেছে ৪ জন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের আইরিন (৮), সেলিম হোসেন (৫৩), সদর দক্ষিণের আয়চান বিবি (৬০) ও চাঁদপুরের নুরজাহান (৬৫)। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status