বাংলারজমিন

ত্রিশালে অসহায়ের সম্পত্তি দখলে নেয়ার চেষ্টা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

১ জুলাই ২০২০, বুধবার, ৭:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে এক অসহায় পরিবারের সম্পত্তি সু-কৌশলে দখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছে হত্যাসহ কয়েকটি ডাকাতি মামলার আসামি পার্শ্ববর্তী নুরুল ইসলাম। জানা গেছে, ত্রিশাল ইউনিয়নের চিকনামনোহর গ্রামের বাসিন্দা হারেজ উদ্দিন একাত্তর সালের পর থেকে ছয় ছেলে মেয়েদের নিয়ে কষ্টের মধ্যদিয়ে জীবন চলার সময়টা কাটিয়ে আসছিলেন। হারেজ উদ্দিনের সম্পত্তি দখলে নেয়ার পরিকল্পনায় গত-২০১৯ সালের ৭ই ডিসেম্বর পুকুরে জাল ফেলে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করার সময় বাধা দিতে যায় হারেজ উদ্দীনের ছেলে নজরুল ইসলামসহ তার ভাই-বোনেরা। এ সময় নুরুল ইসলামের হুকুমে তার ছেলে মনির মিয়া, মফিজ উদ্দিনের ছেলে জুয়েল, মোক্তার হোসেনের ছেলে মতিন, মজিবর এবং উজ্জ্বলসহ ২০/২৫ জন ক্ষিপ্ত হয়ে হারেজ উদ্দিনের ছেলে মেয়েদের ওপর হামলা চালিয়ে তাদেরকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় হারেজ উদ্দীনের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে উপরে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় ঘটনার ২দিন পর অর্থাৎ ১৪ই ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। আইনের কাছে বিচার প্রার্থী হওয়ায় পরবর্তীতে আবার ক্ষিপ্ত হয়ে উপরে উল্লিখিত এজাহারভুক্ত আসামি মফিজ উদ্দিনের ছেলে জুয়েল এর হুকুমে পরবর্তীতে আবার আগের মামলা ১২-এর পর অর্থাৎ ২৭শে ডিসেম্বর আনোয়ার, ইসমাইল ও ইসরাফিলসহ ১৫/২০ জন মামলার বাদী নজরুল ইসলামসহ তার ভাই ছাইফুল, সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে সকলকে আহত করে। বাড়িঘরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ঘরের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল জোরপূর্বক নিয়ে যায়। বাদী ও তার ভাইসহ তার পরিবারের সদস্যদের মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়িঘর থেকে বের করে দেয়।
অভিযোগে আরো জানা গেছে, আসাাম মনির মিয়া বাদীর ভাই ছাইফুল এর স্ত্রী রেনুয়ারার পরিহিত কাপড় ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটিয়েছে। এ ঘটনায় ঐদিনই নজরুল ইসলাম আরেকটি মামলা দায়ের করেন। হারেজ উদ্দীনের ছেলে নজরুল ইসলাম বলেন, তাদের পরিবারের সকলকেই মারধর করে খুন করার ভয় দেখিয়ে বাড়িঘর থেকে বের করে দিয়েছে। তারা এখন প্রায় ৬ মাস ধরে স্ত্রী সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে   থেকে বিচারের আশায় দিন কাটাচ্ছি।
নুরুল ইসলাম বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বলেছি তোরা আমার সঙ্গে শক্তিতে পারবি না। চল আমরা মিলে জমির কাগজ ঠিক করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status