বাংলারজমিন

শরীয়তপুরে কৃষক হত্যা: গ্রেপ্তার ৬

শরীয়তপুর প্রতিনিধি

১ জুলাই ২০২০, বুধবার, ৭:৪৬ পূর্বাহ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মান্নান মাদবর (৭০) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর খানকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত- আব্দুল মান্নান মাদবর উপজেলার উত্তর কেবলনগর খানকান্দি গ্রামের মৃত কাদের মাদবরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার উত্তর কেবলনগর খানকান্দি গ্রামের শিকিম আলী মাদবরগংদের সঙ্গে একই গ্রামের আব্দুল মান্নান মাদবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় শরীয়তপুর আদালতে একাধিক মামলাও রয়েছে। গত ২৪শে জুন (বুধবার) দুপুরে আব্দুল মান্নান মাদবর নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষ শিকিম আলী মাদবরের (৬০) নেতৃত্বে সিডা মাদবর জাহাঙ্গীর (৫০), আবুল কালাম মাদবর (৪০), মনির মাদবর (৩৫), মেহেদী মাদবর (২৮), সাইদুল মাদবর (৩৫), আলী আকবর মাদবর (২০), মাহবুব মাদবর (৪২), রাহুল মাদবর (২০), ইমরান মাদবর (২২) ও আলী মাদবর (৫০) মিলে আব্দুল মান্নান মাদবরকে গুরুতর জখম করে। আব্দুল মান্নানকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার ছেলে লুৎফর মাদবর, ছেলের বউ সুলতানা আক্তার, ছেলে হাসান মাদর, মেয়ে রহিমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। আহত অবস্থায় স্থানীয়রা তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের মৃত্যু হয়। তাকে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নানের ছেলে হাসান মাদবর বাদী হয়ে ১১ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাজিরা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এমএ মজিদ বকুল বলেন, আব্দুল মান্নান মাদবর হত্যার ঘটনায় তার ছেলে থানায় বাদী হয়ে ১১ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তর জন্য মরদেহ সদর মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status