বাংলারজমিন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৪৪৫ জন শনাক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ১২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ। শনাক্তেও সর্বোচ্চ।

আর এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৪৭২ জনে। এর মধ্যে ৫ হাজার ৮৩৯ জন নগরের ও ২ হাজার ৬৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, সোমবার দিনগত রাতে চট্টগ্রামের মোট ১৫৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২২ জন ও উপজেলা পর্যায়ের ২৩ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বিআইটিআইডি ল্যাবে ২১৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জন ও উপজেলা পর্যায়ের ১৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০৭ ও উপজেলার ১৪ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৪ জন ও উপজেলা পর্যায়ের ৫৯ জনের করোনা শনাক্ত হয়।

একইভাবে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ জন ও উপজেলার ৩ জন, শেভরণ ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩৩ জন ও উপজেলার ৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে ৩২৪ জন নগরের ও ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলা পর্যায়ে শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ২, আনোয়ারার ৬, চন্দনাইশের ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৬, রাউজানের ৬, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ২২, মিরসরাইয়ের ২৬, সন্দ্বীপে ৫ ও সীতাকুন্ডের ১৪ জন আছেন।

আর এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৪৭২ জন। মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৭৩ জনে। এর মধ্যে ১৩৩ জন নগরের ও ৪০ জন উপজেলার। আর সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৪ জন করোনা আক্রান্ত রোগী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status