বাংলারজমিন

ওসমানীনগরে আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৯:১৮ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে এবার আওয়ামী লীগ নেতাসহ আরো দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিসিআর ল্যাব থেকে এই দুইজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত এই দুই জন নিয়ে ওসমানীনগরে মোট ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তরা হলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি উপজেলার উসমানপুর ইউপির তাহিরপুর গ্রামের সায়্যিদ আহমদ বহলুল (৫৯) ও উপজেলার সাদিপুর ইউপির নূরপুর গ্রামের নূরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সৈয়দ হাবিবুল হক(৩৩)। আওয়ামী লীগ নেতা সায়্যিদ আহমদ বহলুল সম্প্রতি বিভিন্ন রোগ নিয়ে সিলেট ডায়াবেটিক হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হওয়ায় এখন তিনি সিলেট শহরস্থ বাসায় অবস্থান করছেন।

উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ নতুন করে দুজন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে একজন আ’লীগ নেতা অন্যজন নূরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি। আক্রান্ত ২জনই গত ২৫ জুন নমুনা প্রদান করে। এর মধ্যে আক্রান্ত সিএইসিপি হাবিবুল করোনা আক্রান্ত রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছিল। আক্রান্তদের বাসা লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status