বিশ্বজমিন

বাইডেন ক্ষমতায় এলে হিন্দুত্ববাদের গ্যাঁড়াকলেই আটকাবে ভারত

ভারত ভূষণ

২৯ জুন ২০২০, সোমবার, ৪:০৯ পূর্বাহ্ন

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় সংবর্ধনা দেয়া হয়। সেখানে গিয়ে তিনি স্লোগান দেন, ‘আবকি বার ট্রাম্প সরকার’। ঐতিহাসিকভাবে ভারত যদিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে এসেছে। কিন্তু ওই ‘হাওডি মোদি’ সংবর্ধনা অনুষ্ঠানে সেই চর্চা ভেঙ্গে দিয়েছেন মোদি।
এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এতে যদি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প জয় না পান তাহলে তা ভারত সরকারের জন্য বেশ অসুবিধাজনক হবে। কারণ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সরকার মোদি সরকারের বিষয়ে বেশ কঠিন অবস্থান ধরে রাখবেন বলেই ধারণা করা হয়। এরইমধ্যে জম্মু কাশ্মীরের ভারতীয় দমন পীড়ণের বিরুদ্ধে কথা বলেছেন জো বাইডেন। নির্বাচনী প্রচারণায় তিনি মার্কিন মুসলিমদেরও হিসেবে রেখেছেন। চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গা ও ভারতের কাশ্মীরিদের মানবাধিকার হরণ নিয়ে তিনি কথা বলছেন। তিনি জানিয়েছেন, এসব দেশে দেখা যায় সরকার সেখানকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিশ্ব অঙ্গনে মানবাধিকার প্রতিষ্ঠাকেই সবথেকে গুরুত্ব দিতে হবে।
কাশ্মীরের বিষয়ে বলা হয়েছে, সেখানে মানবাধিকার ফিরিয়ে আনতে ভারত সরকারকে যা যা করা দরকার তাই করতে হবে। মিছিল সমাবেশে বাঁধা ও ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া গণতন্ত্রকে দুর্বল করে দেয়। একইসঙ্গে আসামে এনআরসি ও দেশব্যাপী সিএএ বিলকে আইনে পরিণত করা ভারতের সুদীর্ঘ সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বাইডেন প্রতিশ্র“তি দিয়েছেন, ক্ষমতায় বসার এক বছরের মধ্যেই তিনি আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলন আয়োজন করবেন। তবে এতে অংশ নিতে হলে রাষ্ট্রগুলোকে প্রতিশ্র“তি দিতে হবে যে, তারা মুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ কাজ করে যাবে। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র হিসেবে ভারত কি এই সম্মেলনে অংশ নেয়া থেকে বিরত থাকতে পারবে?
নিউ ইয়র্ক টাইমসের জরিপ বলছে, আজকে নির্বাচন হলে বাইডেন প্রায় ৫০ ভাগ ভোট পাবেন। অপরদিকে ট্রাম্প পাবেন ৩৬ শতাংশ ভোট। অন্যান্য জরিপগুলোতেও বাইডেনকেই এগিয়ে রাখা হয়েছে। যেসব অঞ্চলে ট্রাম্প গত অক্টোবরেও এগিয়ে ছিলেন সেখানে এখন বাইডেন এগিয়ে গেছেন। এমনকি শেতাঙ্গ মার্কিনিদের যে ভোট ট্রাম্পের এমনিতেই পাওয়ার কথা ছিল তাও হারাতে হতে পারে তাকে। যদিও ট্রাম্পের জয় মোটেও অসম্ভব নয়।
বাইডেন জিতলে তিনি তার প্রতিশ্র“তি সব রক্ষা করবেন তা নাও হতে পারে। ভারত নিয়ে তার নীতি নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জন্য বড় সুযোগ। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত যেভাবে তাল মিলিয়েছে তা বাইডেনের সরকারের সঙ্গে সম্ভবত সম্ভব নয়। বিশেষ করে চীনের বিরুদ্ধে বক্তব্য প্রদান, ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র অবস্থান ও দেশের মুসলিম সম্প্রদায়ের ওপর বৈষম্যমূলক আচরণ।
এর আগেও দেখা গেছে, ডেমোক্রেট নেতারা ভারতের দমননীতির তীব্র বিরোধিতা করেছেন। এরমধ্যে রয়েছেন, বার্নি স্যান্ডার্স, কমলা হ্যারিস, রো খান্না, প্রামিলা জয়পাল, আলেক্সান্দিরা ওকাসিয়ো ও ইলহান ওমর। দিলি­ দাঙ্গার সময় ভারতের সমালোচনা করা থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছিলেন বাইডেন। প্রামিলা জয়পালের অস্বস্থিকর প্রশ্ন থেকে বাঁচতে ওয়াশিংটনে একটি বৈঠক বাতিল করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। সব মিলিয়ে ডেমোক্রেটদের সঙ্গে বিজেপির আচরণ তাদের ভালো কোন বার্তা দেবে না। বাইডেনের সরকার বিশ্বজুড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে অনেক বেশি সচেতন হবে। ফলে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আরো বেশি সক্রিয় ভ’মিকা রাখতে শুরু করবে যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির ভারত এত কোনোটিতেই ভাল করছে না। যদি বাইডেন ক্ষমতায় বসতে সক্ষম হয় তাহলে বিজেপির হিন্দুত্ববাদের কারণে ভারতকেই বিপদে পরতে হবে।

(ভারত ভূষণ গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের একজন নিয়মিত কলাম লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status