অনলাইন

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ডেন্টিস্ট রতন

অনলাইন ডেস্ক

২৯ জুন ২০২০, সোমবার, ১:০৪ পূর্বাহ্ন

রতন’স ডেন্টাল-এর চীফ কনসালটেন্ট ডা. সৈয়দ তমিজুল আহসান রতন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডা. রতনের ঘনিষ্ঠ ডেন্টিস্ট ও কলামিস্ট ডা. সায়ান্থ সাখাওয়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে কভিড-১৯ উপসর্গ নিয়ে ডা. রতন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। খ্যাতিমান এই ডেন্টিস্ট কোভিড-১৯ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে রিপোর্ট আসার আগেই মারা যান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status