করোনা আপডেট

চট্টগ্রামে আরো শনাক্ত ৩৪৬, আক্রান্ত ৮০০০ ছাড়াল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৯ জুন ২০২০, সোমবার, ১২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামে একদিনে আরো ৩৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮০৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্ত ৫ হাজার ৫১৫ ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ২ হাজার ৫২০ জন। সোমবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, রোববার দিনগত রাতে চট্টগ্রামে আরো ৯৯৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তম্মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলা পর্যায়ের ৩১ জন। বিআইটিআইডি ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ জন ও বিভিন্ন উপজেলা পর্যায়ের ২৩ জন। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৩ জন ও উপজেলা পর্যায়ের ১ জন। শেভরণ ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬৬ জন ও উপজেলা পর্যায়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭২ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৭, চন্দনাইশের ৪, পটিয়ার ৫, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়িতে ১৩, হাটহাজারীতে ১৯, মিরসরাইয়ের ৩ ও সীতাকুন্ডের ১০ জন আছেন। চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যমতে, ৩৪৬ জনের দেহে করোনা শনাক্ত চট্টগ্রামে এ যাবত সর্বোচ্চ। এ পর্যন্ত চট্টগ্রামে মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ১৭১ জনে। এর মধ্যে ১৩১ জন নগরের ও ৪০ জন উপজেলার। সুস্থ হয়েছেন ৯৬৫ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status