করোনা আপডেট

হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত ছাড়ালো ৫ হাজার, মৃত্যু বেড়ে ১১৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৮ জুন ২০২০, রবিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও তিনজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪২জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১জন। নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে রূপগঞ্জের দুই জন এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫) এবং নাসিক এলাকায় ২৬ বছরের এক তরুণী।
রোববার (২৮ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রমতে, নাসিক এলাকায় মারা গেছেন ৬১ জন ও আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন। সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ১৯৪ জন। বন্দরে আক্রান্তের সংখ্যা ১৭২ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৬৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৪৪ জন ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ৯৮৫ জন আক্রান্ত।
এদিকে জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। তার মধ্যে নাসিক এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ৩১৫ জন, বন্দরের ৬৬ ও সোনারগাঁয়ের ১৭৪ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। কিন্তু ধীরে ধীরে প্রশাসনের উদাসীনতায় মুখ থুবড়ে পড়ে লোকডাউন। পরবর্তীতে ৭ জুন দুপুরে নতুন করে শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ও লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন। কিন্তু তিনদিনের মাথায় এ কার্যক্রমও ভেস্তে যায়। রীতিমত সমালোচনার ঝড় উঠে। ফলে প্রত্যাহার করে নেয়া হয় তিন এলাকার লোক ডাউন। এরপর ২৩ জুন নারায়ণগঞ্জের ১৯টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে এসব এলাকার ব্যাপারে পরবর্তী করণীয় জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status