করোনা আপডেট

সিলেটে আরও ১৪৮ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৮ জুন ২০২০, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

সিলেটে নতুন করে আরো ১৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৬৪ জনের নমুনা পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। এর সধ্যে সবচেয়ে বেশি ১১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন সিলেট জেলায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ১০১ জন হচ্ছে সিলেট জেলার। এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৯ জন। নতুন ১৪৮ জনসহ সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪২০৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৯০ জন, সুনামগঞ্জে ৯৬১ জন, মৌলভীবাজারে ৪১৮ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status