কলকাতা কথকতা

কলকাতা কথকতা

রাজ্যে নির্বাচনের দামামা, দলের গোপন বৈঠকে হুঁশিয়ারি অভিষেক বন্দোপাধ্যায়ের

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৬ জুন ২০২০, শুক্রবার, ১০:৩৯ পূর্বাহ্ন

তৃণমূল দলের মধ্যে তিনি ভাইপো নামে চিহ্নিত৷ কিন্তু পিসি মমতা বন্দোপাধ্যায়ের পর তিনিই যে দলের সেকেন্ড ইন কম্যান্ড তা বলে দিতে আলাদা মস্তিষ্কের দরকার হয়না ৷ রাজ্যে ভোটের দামামা যে বেজেছে তার প্রমাণ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস এর একটি গোপন ইন্টারনাল বৈঠক ৷ এই ভিডিও বৈঠকে রাজ্যের সব জেলার তৃণমূল সভাপতিরা হাজির ছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন বরিষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি, তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দোপাধ্যায় ৷ বৈঠকে মূল বক্তা ছিলেন অভিষেকই ৷ তিনি জেলা সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আম্ফান এবং করোনার ত্রাণ বিতরণে তৃণমূল নেতাদের দুর্নীতি, স্বজন পোষণের কথা প্রকাশ্যে আসছে ৷ কোনও জায়গায় দুর্নীতি হলে সেই নেতাকে প্রথমে শোকোজ ৷ পরে সরাসরি দল থেকে বহিস্কার করা হবে ৷ দুহাজার একুশের নির্বাচনের আগে দলকে কলুষ মুক্ত করতে হবে ৷ এক জেলা নেতার কথা অনুযায়ী, বৈঠকে মমতার থেকেও বেশি বিধ্বংসী ছিলেন অভিষেক ৷ তিনি জেলা নেতাদের বলেন, বিজেপি গলা চড়িয়ে কথা বললে আপনারা ডাবল গলা চড়াবেন ৷ বিজেপিকে এক ইঞ্চিও মাটি ছাড়বেন না ৷ প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার টাকা পশ্চিমবঙ্গে কেন আসেনি তার বিরুদ্ধেও জনমত গড়তে অভিষেক আহ্বান জানান ৷ প্রশান্ত কিশোর এর ফর্মুলা অনুযায়ী তৃণমূলের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন তিনি ৷ রাজ্যে ভোটের ওয়ার্ম আপ যে শুরু হয়ে গেল তা বলাই বাহুল্য ৷ বিজেপি যে শাসক দল তৃণমূলের গায়ে নিঃস্বাস ফেলছে তা বলে না দেওয়ার কোনও কারণ নেই ৷ এই অবস্থায় তৃণমূল যে কোমর বেঁধে নামছে বৃহস্পতিবার এর বৈঠক তারই প্রমাণ ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status