ভারত

যতদিন করোনা, ততদিন বেতন নেবেন না রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি

বিশেষ সংবাদদাতা

২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ১:৪১ পূর্বাহ্ন

তাঁর মাসিক বেতন ঈর্ষা করার মতো৷ না হওয়ার কোনও কারণও নেই ৷ তিনি পৃথিবীর নবম ধনী, এশিয়ার এক নম্বর ৷ সেই মুকেশ আম্বানি তাঁর মাসিক বেতনের পনেরো কোটি টাকা নেবেন না দেশ থেকে যতদিন না করোনা দূর হবে ৷ বেতন ও কমিশন মিলিয়ে মুকেশ মাসে প্রায় চব্বিশ কোটি টাকা আয় করেন, পুরো টাকাটাই তিনি নিচ্ছেন না করোনার কারণে ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর কর্মীদেরও বেতনে কাটছাঁট করা হয়েছে করোনার কারণে ৷ আর তাই সংস্থার প্রধান যতদিন না সব কিছু স্বাভাবিক হচ্ছে বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ রিলায়েন্স এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে দুহাজার আট - নয় সাল থেকেই মুকেশ এই বেতন নিয়ে আসছেন ৷ বেতন তিনি নাগাড়ে বারোবছরে বাড়াননি ৷ চেয়ারম্যান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রিলায়েন্স এর উচ্চপদস্থ কর্মীরা স্বতঃপ্রবৃত্ত হয়ে পঞ্চাশ শতাংশ বেতন তুলছেন ৷ নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মুকেশ পত্নী নীতা আম্বানি মাসে দেড় কোটি টাকা পেয়ে থাকেন ৷ মিটিং এ বসলেই সিটিং ফিস তাঁর সাত লক্ষ টাকা ৷ স্বামীর পদাঙ্ক অনুসরণ করেছেন নীতা অম্বানিও ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status