ভারত

গালওয়ান উপত্যকার চারটি আঙ্গুল আর আট কিলোমিটার নিয়ে ভারতের মাথাব্যাথা

বিশেষ সংবাদদাতা

২২ জুন ২০২০, সোমবার, ৪:২৪ পূর্বাহ্ন

চীনের সঙ্গে গালওয়ান সংঘর্ষের পর ভারত যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হলো পানগং সো এর চারটি ফিঙ্গার এবং আট কিলোমিটার চীনা অধিকৃত অঞ্চল ৷ তিব্বতি ভাষায় সো শব্দটির অর্থ হলো লেক ৷
তেরো হাজার ন শো ফুট উচ্চতায় অবস্থিত একশো চৌতিরিশ কিলোমিটার দীর্ঘ লেকটি তিব্বত থেকে ভারতের দিকে এসেছে ৷ এই লেকের যেখানে যেখানে পাহাড়ের ঢাল নেমেছে সেই জায়গাগুলোকে ফিঙ্গার বা আঙ্গুল বলে ৷ এই আঙ্গুলের মধ্যে চারটি আঙ্গুল এখন চীনের দখলে ৷ এছাড়াও গত মে মাস থেকে চীনা সেনারা ভারতের আট কিলোমিটার ভিতরে ঢুকে বাঙ্কার তৈরি ও  নির্মাণ কাজ করছে ৷ ভারত বারবার এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে ৷ কোনও ফল হয়নি ৷ এই ইস্যুটিকে নিয়েই গালওয়ান ভ্যালির চৌদ্দ, পনের এবং ষোলো নম্বর পেট্রোলিং পয়েন্টে চীন - ভারত সেনাদের মধ্যে সংঘর্ষ হয় ৷ সংঘাত হয় হনগ্রা উষ্ণ প্রস্রোবনের কাছে ৷ এই ইস্যু থেকেই সংঘাতের বীজ ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status