অনলাইন

ঢামেকের করোনা ইউনিটে একদিনে ২০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

৫ জুন ২০২০, শুক্রবার, ৮:৫০ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে আজ শুক্রবার আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের শরীরে করোনার পজিটিভ ছিল বলে জানিয়েছে ঢামেক মর্গ সুত্র।

সূত্র আরো জানায়, গত রাত ১২ টার পর থেকে এ পর্যন্ত মোট ২০ জন মারা গেছেন। এর মধ্যে ৪ জন করোনা পজিটিভ, বাকী ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে গত দুদিনে আরো ৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩৩ জনের মধ্যে ৪ জন নারী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status