প্রথম পাতা

বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মানবজমিন ডেস্ক

৬ জুন ২০২০, শনিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

হোয়াইট হাউসের নিকটে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, এটর্নি জেনারেল উইলিয়াম বার ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) ও অন্যান্য নাগরিক অধিকার বিষয়ক সংস্থা এ মামলা দায়ের করেছে। গত সোমবার এক ঐতিহাসিক গীর্জায় ট্রাম্পকে ছবি তোলার ব্যবস্থা করে দিতে বারের নির্দেশে লাফায়েত্তে স্কয়ারে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় সামরিক বাহিনী। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
এসিএলইউ’র কলাম্বিয়া জেলার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার ডিসি’ ও অন্যান্য বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার এবং অধিকার লঙ্ঘন করতে বেআইনি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসিএলইউ’র পাশাপাশি মামলার অন্যান্য বাদীদের মধ্যে রয়েছে দ্য ওয়াশিংটন লয়ার’স কমিটি ফর সিভিল রাইটস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, লয়ার’স কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল’ এবং আইন বিষয়ক সংস্থা আরনল্ড অ্যান্ড পর্টার।
উল্লেখ্য, মিনেসোটার মিনেয়াপোলিসে এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভের অংশ হিসেবে ওয়াশিংটনে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল গত সোমবার। তবে সেদিন সেইন্ট জনের গীর্জায় যাওয়ার কথা ছিল ট্রাম্পের। গীর্জাটি মার্কিন প্রেসিডেন্টদের গীর্জা হিসেবে পরিচিত। গীর্জা পর্যন্ত ট্রাম্প যেন হেঁটে যেতে পারেন ও সেখানে গিয়ে বাইবেল হাতে ছবি তুলতে পারেন, সেজন্য বিক্ষোভকারীদের হটাতে তাদের উপর ঘোড়ায় চড়ে লাঠিপেটা, মরিচের সেপ্র ব্যবহারসহ  কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার অভিযোগ রয়েছে সামরিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এই হামলার নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল বার। সোমবারের ওই হামলার ঘটনায় ওয়াশিংটনের এক ফেডারেল আদালতে ট্রাম্প ও বার সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে অধিকার বিষয়ক সংস্থাগুলো। সম্প্রতি বার বলেছেন, কর্মকর্তা ও সরকারি সম্পদ রক্ষার্থে বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয়া দরকারি সিদ্ধান্ত ছিল।
এসিএলইউ’র আইন বিষয়ক পরিচালক স্কট মাইক্যালম্যান জানান, ‘বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিমত থাকায় তাদের উপর নির্লজ্জ্ব, অসাংবিধানিক, উস্কানি, অপ্ররোচিত ও খোলাখুলিভাবে অপরাধী হামলা চালিয়েছেন প্রেসিডেন্ট। এটি আমাদের সাংবিধানিক শৃঙ্খলার ভিত নাড়িয়ে দিয়েছে।’ সংস্থাটির বক্তব্য, গোপনীয়তা ও প্রযুক্তি প্র্রকল্প বিষয়ক পরিচালক বেন উয়িজনার জানান, পুরো যুক্তরাষ্ট্রজুড়েই এমন মামলা করা হবে। যেসব জায়গায় সামরিক অস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনীগুলো বিক্ষোভকারীদের উপর নৃশংস হামলা চালিয়েছে সেখানেই মামলা করা হবে।
এদিকে, ট্রাম্প ও তার সমর্থকরা মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বলেছেন লাফায়েত্তে স্কয়ারে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ছোড়া হয়নি। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, কাঁদানে গ্যাস না ছোড়া হলেও মরিচের স্প্রে ব্যবহার করা হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ও অন্যান্য সংস্থা মত অনুসারে এটিকে গ্যাস হিসেবে বিবেচনা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status