প্রথম পাতা

রাতে শ্বাসকষ্ট বিকালে স্থিতিশীল

স্টাফ রিপোর্টার

৬ জুন ২০২০, শনিবার, ৮:৩২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কখনো অবনতি, কখনো উন্নতির দিকে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত এ অবস্থা ছিল। সার্বক্ষণিক তার পাশে অক্সিজেনের সিলিন্ডার রাখা হয়েছে। চিকিৎসকগণ তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। গতকাল বিকালে অবশ্য গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা জানান, তার শারীরিক অবস্থা  ভালো। তার আগে বৃহস্পতিবার রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনির ডায়ালাইসিস শুরু হলেও অবস্থার অবনতি হয়। পরে আর ডায়ালাইসিস করা হয়নি। এ সময় তাকে অক্সিজেন দেয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। তার শরীর ভালো না। রাতে তার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সবার দোয়া খুব প্রয়োজন।’ পরবর্তীতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। সকালের দিকে তার অবস্থা কিছুটা ভালো হলেও দুপুরের দিকে আবার অবস্থার অবনতি ঘটে।
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলেও একপর্যায়ে শারীরিক অবস্থার উন্নতি হয়। আবার দুপুর ১২টার দিকে শ্বাসকষ্ট দেখা দেয়। তখন অক্সিজেন দেয়া হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বেশিক্ষণ অক্সিজেন দিতে গেলে তিনি নিজেই বাধা দেন। একটু সুস্থবোধ করলে তিনি নিজেই অক্সিজেনের মাস্ক খুলে দেন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশা করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তাঁর বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।
গণস্বাস্থ্য হাসপাতালে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় দফায় করোনা টেস্ট করার কথা ছিল। কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে টেস্ট করা হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে অক্সিজেন দেয়া হয়েছে। উল্লেখ্য, ২৫শে মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status