খেলা

রুমানা-সালমাদের জন্য ইউরোপিয়ান কোচ

স্পোর্টস রিপোর্টার

৬ জুন ২০২০, শনিবার, ৭:৩৭ পূর্বাহ্ন

দলের মধ্যে গ্রুপিং, একক নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারিতা এমন অভিযোগ উঠেছিল বাংলাদেশ নারী দলের কোচ অঞ্জু  জৈনের বিরুদ্ধে। অভিযোগ ছিল,  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে দলের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন ভারতীয় এই কোচ।  সেই কারণেই তার সঙ্গে নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের পর শুরু হয় নারী দলের কোচের সন্ধান। অন্যদিকে নতুন চাকরি খুঁজে বিদায় নিয়েছেন অঞ্জুও।  তাই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন বাংলাদেশ নারী দলের নতুন কোচ। সালমা খাতুন, রুমানা আহমেদদের কোচিংয়ের দায়িত্ব পাবে কে! দেশি নাকি বিদেশি কেউ। মূলত নারী দলের জন্য ভাষা সমস্যা হবে না এমন কোচেরই সন্ধান হচ্ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তা হচ্ছে না। এবার দেশের তো নয়ই উপমহাদেরও কোনো কোচ নিয়োগ দিচ্ছে না বিসিবি। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের প্রথম সারির কোচরা আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘আগেই নিশ্চিত ছিল অঞ্জুর সঙ্গে আমরা চুক্তির মেয়াদ বাড়াবো না। আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর থেকেই কোচ খোঁজা শুরু করি। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব কিছু থেমে যায়। তবে এরই মধ্যে চার থেকে পাঁচজন কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্য থেকেই একজন আসবে। নাম প্রকাশ করবো না। তবে বলতে পারি এবার নারী দলের কোচ হবে ইউরোপিয়ান।’
গত ২৩শে মে করোনা ভাইরাস শনাক্ত হয়  বিসিবির পরিচালক ও  নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। বর্তমানে তিনি সুস্থ আছেন। মূলত এ কারণেই কোচ নিয়োগের বিষয়টি দেখছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এ বিষয়ে নাদেল বলেন, ‘আমি মাঝে করোনা আক্রান্ত হওয়ায় কোচ নিয়োগের বিষয়টি সিইওকেই দেখতে বলেছি। তারা আমাকে জানিয়েছে অনেকেই আবেদন করেছে। তাদের মধ্য থেকে যার সঙ্গে আমাদের কথা ও শর্ত মিলবে তাকেই নিবো। এই মুহূর্তে আমরা নাম প্রকাশ করবো না। কারণ এটি প্রটোকলের মধ্যে পড়ে না। যারা সুযোগ পাবেন না তারা নাম প্রকাশ হলে বিব্রত হতে পারেন। তবে এবার আমরা উপমহাদেশ থেকে কোনো কোচ আনবো না। একজন ইউরোপিয়ান পুরুষ কোচই নিয়োগ পাবেন নারী দলের জন্য।’
এই নিয়োগ কবে নাগাদ হতে পারে তা নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘বিশ্বের যে পরিস্থিতি তাতে সব কিছুতেই একটু সময় লাগছে। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। হয়তো ১৫ দিনের মধ্যেই কোচ নিয়োগ দিতে পারি। আর ক্রিকেট তো এখন বন্ধ। আমরা চাইছি যে শুরু হলে দ্রুতই কাজ শুরু করতে পারি।’ দেশের ক্রিকেট এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন জুলাইয়ের আগে কোনো খেলাধুলা নয়। তাই ধরে নেয়া হচ্ছে কোচ এখন নিয়োগ দিলেও কাজ শুরু করতে থাকবে অনিশ্চিয়তাই। এ বিষয়ে নারী বিভাগের অপারেশন  ইনচার্জ  তৌহিদ মাহমুদ বলেন, ‘সামনে  ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো খেলা নিয়েই ভাবা যাচ্ছে না। কারণ আমরা জানি না কবে নাগাদ মাঠে খেলা ফিরবে। শুরু হলে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ বাতিল হওয়া সিডিউলগুলো নতুন করে করার। আর কোচ নিয়োগ হলে তিনিও তার পরিকল্পনা দিবেন। এখন যে পরিস্থিতি তাতে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
এক সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন দেশি কোচরাই। শুরুটা হয়েছিল কোচ  জাফরুল এহসানের হাত ধরে। এপর ২০১৬তে কাজ করেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। তবে মেয়েদের ক্রিকেটেও ঘন ঘন কোচ পরিবর্তন হয়েছে।  গেল ছয় বছরে তিনজন বিদেশি ও একজন দেশি হেড কোচ কাজ করেছেন। এর মধ্যে ২০১৪ সালে শ্রীলঙ্কান কোচ চম্পকা গামাগে দায়িত্ব নেন। ২০১৬ সালের মে মাসে দুবছরের মেয়াদ শেষ হলে আর চুক্তি বাড়ায়নি বিসিবি। অন্তর্র্বতী কোচ হিসেবে দায়িত্ব নেন সারোয়ার ইমরান। আয়ারল্যান্ড সফরে মেয়েদের দায়িত্বে ছিলেন তিনি। এছড়াও সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড ক্যাপেল কাজ করেন দেড় বছর। এরপর  নিয়োগ দেয়া হয় ভারতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অঞ্জুকে। তার অধীনে মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশ পায় স্বপ্নের এশিয়া কাপ শিরোপা। তবে অঞ্জুর বিরুদ্ধে অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকেই নানা অভিযোগ উঠতে শুরু করে। যা প্রকাশ পায় সফর চলাকালে। দলের অন্যতম সেরা ব্যাটার রুমানাকে ৮ নম্বরে খেলিয়ে সামালোচিত হন এ ভারতীয় কোচ। এমনকি অধিনায়ক সালমাকে শুধু পুতুল বানিয়ে মাঠের বাইরে থেকেই তিনি দল নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ ওঠে। এমনকি ভুল পরামর্শ দিয়ে দলকে হারানোর অভিযোগ আছে বিদায়ী এই কোচের বিরুদ্ধে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status