খেলা

বৈচিত্রই ক্রিকেটের সৌন্দর্য: বর্ণবাদ নিয়ে আইসিসি

স্পোর্টস ডেস্ক

৫ জুন ২০২০, শুক্রবার, ৭:২৪ পূর্বাহ্ন

খুব বেশিদিন আগের কথা নয়, গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে গ্যালারি থেকে বর্ণবাদী গালি শুনতে হয়েছিল জোফরা আর্চারকে। তিনি সেই সময় নিজের কষ্টের কথা জানিয়েছেন। পরে অবশ্য ওই দর্শককে খুঁজে বের করে নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড বোর্ড। তবে ক্রিকেটে বর্ণবাদের সমস্যার মূল আরও গভীরে। ২০১৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়া অলরাউন্ডার আন্দিল ফেলুকায়োকে বর্ণবাদী মন্তব্য করার জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ক‘দিন আগে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ নির্যাতনে বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে উঠছে গোটাবিশ্ব।  #ব্ল্যাকলাইভসম্যাটারস হ্যাশট্যাগ ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফুটবল, টেনিস, বাস্কেটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টের শীর্ষ সংস্থাগুলো বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও নীরব ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন সামি আইসিসিসহ অন্যান্য বোর্ডের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তোলেন। দেরিতে হলেও নীরবতা ভেঙ্গেছে আইসিসি।

২০১৯ বিশ্বকাপে জোফরা আর্চারের করা সুপার ওভারের শেষ বলের একটা ভিডিও পোস্ট করে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আইসিসি লিখেছে, ‘বৈচিত্রই ক্রিকেটের সৌন্দর্য। বৈচিত্র্য ছাড়া ক্রিকেট কিছুই নয়। বৈচিত্র্য না থাকলে আপনি ক্রিকেটের আসল ছবিটি পাবেন না।’

ক্রিকেট যে সত্যিই বৈচিত্রপূর্ণ সেটার সবচেয়ে বড় উদাহরণ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতা ইংল্যান্ড দলটি। অধিনায়ক ইয়ন মরগান একজন আইরিশ। আয়ারল্যান্ডের হয়ে খেলেছেনও তিনি। ২০১৯ বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। জোফরা আর্চারের জন্ম বার্বাডোজে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বও করেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। ইংলিশ ওপেনার জেসন রয় পারিবারিক সূত্রে একজন দক্ষিণ আফ্রিকান। অফস্পিনার মঈন আলী ও লেগস্পিনার আদিল রশিদ দু’জনই পাকিস্তানি বংশোদ্ভূত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status