বিশ্বজমিন

মডার্নার টীকা তৃতীয় ধাপের পরীক্ষা জুলাইয়ে, চলছে উৎপাদনও

মানবজমিন ডেস্ক

৩ জুন ২০২০, বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন

মার্কিন কোম্পানি মডার্না’র করোনা ভাইরাসের টীকা তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে জুলাইয়ে। এতে অংশ নেবেন ৩০ হাজার স্বেচ্ছাসেবী রোগী। তাদের বেশির ভাগেরই বয়স ১৮ বছরের মধ্যে। এ ছাড়া আছেন কিছু বয়সী মানুষ। জেএএমএ’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি। এ খবর দিয়েছে অনলাইন ফোরবস ম্যাগাজিন। এতে বলা হয়, বর্তমানে বিশ্বে বিভিন্ন কোম্পানির বহু টীকা ও ওষুধের পরীক্ষা করা হচ্ছে। তার মধ্যে মডার্নার টীকা দুটি ধাপ পাড় করতে যাচ্ছে। সামনেই তৃতীয় ধাপের পরীক্ষা। সেই ঘোষণাই দিয়েছেন ডা. অ্যান্থনি ফাউসি। এটাই এই টীকার শেষ পর্যায়ের পরীক্ষা। যদি এতে তারা সফল হন তাহলে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এই টীকা অনুমোদন দিতে পারে। যদি তারা অনুমোদন দেয়, তাহলে সারা দেশে রোগীদের কাছে পৌঁছে দেয়া হবে মডার্নার এই টীকা। মডার্নার টীকার আপাতত নাম এমআরএনএ-১২৭৩। এটা গত সপ্তাহে ৬০০ স্বাস্থ্যবান রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে। কিন্তু ডা. অ্যান্থনি মঙ্গলবার সাক্ষাতকারে আরো একটু এগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে আগামী মাসে। তার ভাষায়, আমরা তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা, কোম্পানি এবং ফেডারেল সরকার এই ঝুঁকি নিচ্ছি। তিনি বলেন, এই টীকা কাজ করবে কিনা সেটা নিশ্চিত হওয়ার আগেই আমরা ঝুঁকি নিয়ে উৎপাদনে যাচ্ছি। নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমরা জানতে পারবো এটা কার্যকর কতটা। আশা করি সে নাগাদ আমরা ১০ কোটি ডোজ উৎপাদন করে ফেলতে পারবো। ২০২১ সালের প্রথম দিকে আরো কয়েক কোটি ডোজ উৎপাদন করা সম্ভব হবে। আমরা যখন পরীক্ষা চালাচ্ছি, তখন এই উৎপাদনও চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status