কলকাতা কথকতা

কলকাতা কথকতা

নিউ মার্কেট এখন ডিসকাউন্ট মার্কেট, ছাড়ের বন্যা বয়ে যাচ্ছে

 জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩ জুন ২০২০, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

করোনা লকডাউনের জেরে দীর্ঘ দু'মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার আবার খুলেছে কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট ৷ আর ব্যবসাকে ফের সচল করার জন্যে নিউ মার্কেটে এখন ডিসকাউন্টের বন্যা ৷ বিভিন্ন দোকান সংস্থাগুলো খদ্দের টানতে বিপুল পরিমাণে ছাড় দিচ্ছে দামে ৷ দিকে দিকে সেই বার্তা রটে যেতেই নিউমার্কেটে ভিড় বাড়ছে৷ সোমবারের থেকে মঙ্গলবার ঢের বেশি ভিড় ছিল ৷ নিউ মার্কেট এর ব্যবসায়ীরা বাল্ক এস এম এস এবং হোয়াটস্যাপ ছাড়ছেন এই ছাড়ের কথা জানিয়ে ৷ ফলে, ক্রেতারা আসছেন ৷ নিউ মার্কেট ট্রেডার্স এসোসিয়েশনের সচিব উদয় সাহু জমিয়েছেন, করোনা অধ্যুষিত কলকাতায় ক্রেতা ফিরিয়ে আনাটাই মূল লক্ষ্য ৷ কেমন ছাড় দেয়া হচ্ছে নিউ মার্কেটে
মার্কেট ঘুরে দেখা গেল গার্মেন্টস, ব্যাগ, কসমেটিক্স, এক্সেসরিজ, স্টেশনারি, ক্রোকারি প্রভৃতি উৎপাদনের ওপর চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে ৷ দু'মাসের বেশি পরে থাকা উৎপাদনের ড্যামেজও হয়েছে ৷ তাও বিপুল ডিসকাউন্টে বিকোচ্ছে ৷ নিউ মার্কেটে নন ব্র্যান্ডেড জিনিসের ভিড় বেশি ৷ তাই, ডিসকাউন্টের পরিমাণ ঠিক করতে সমস্যা হচ্ছে না বিক্রেতাদের ৷ সোনা রুপোর দোকানগুলোও মেকিং চার্জে বিরাট ছাড় দিচ্ছে ৷ জাঙ্ক জুয়েলারির ডিসকাউন্টও প্রায় চল্লিশ শতাংশ ৷ নিউ মার্কেট এখন খোলা থাকছে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ৷ বিক্রেতাদের আশা, শনিবারের মধ্যে নিউ মার্কেটে ভিড় উপচে পড়বে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status