বাংলারজমিন

শোক নিয়েই আমিরুলের গোল্ডেন জিপিএ-৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২ জুন ২০২০, মঙ্গলবার, ৭:১৩ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার আগের দিন অর্থাৎ গত ২রা ফেব্রুয়ারি পুত্রের পরীক্ষার সিট দেখতে গিয়ে বিদ্যালয়ের তোরণ ভেঙে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ আলম। ঘটনাটি ঘটে নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকের সামনে। এলাকাবাসী জানায়, নবীনগর উপজেলার মুক্তারামপুর গ্রামের খোরশেদ আলম গত ২রা ফেব্রুয়ারি উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার ছেলের এসএসসি’র পরীক্ষার সিট দেখতে গিয়েছিলেন। ওই সময় স্কুলের তোরণ ভেঙে তার মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরদিন সকালে ছেলে আমিরুল, পিতা খোরশেদ আলমের লাশ দাফন করে পরীক্ষায় অংশ নেয়। বাবার সেই করুণ মৃত্যুও যেন ঠেকাতে পারেনি আমিরুলের গোল্ডেন জিপিএ-৫। বিজ্ঞান বিভাগ থেকে ১১৫০ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সকলের নজর কেড়েছেন আমিরুল। সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, আমার ২৫ বছরের শিক্ষকতা জীবনে এতো আনন্দ পাইনি। আমিরুলের রেজাল্ট দেখে যতটুকু আনন্দ পেয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, আমিরুলের এই রেজাল্টে আমাদের শিক্ষকসমাজ খুবই আনন্দিত। তার সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করছি। আগামী দিনে তার লেখাপড়ার বিষয়ে আমরা যে কোনো বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান বলেন, আমিরুলের রেজাল্টটি আমাদের সকলের জন্য আনন্দের এবং ভালো লাগার সংবাদ। শোকের মুহূর্তেও ছাত্র হিসেবে কর্তব্য থেকে বিচ্ছিন্ন হয়নি। আমিরুলের এই রেজাল্ট আমাদের জন্য অনুপ্রেরণা। তার উজ্জ্বল ভবিষৎ এবং আল্লাহ্‌ যেন তার বাবাকে জান্নাত দান করেন সেই দোয়া করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status