বিনোদন

বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ আর নেই

বিনোদন ডেস্ক

১ জুন ২০২০, সোমবার, ১২:১৮ অপরাহ্ন

আবারও শোকস্তব্ধ বলিউড। মারা গেলেন সুরকার সংগীত পরিচালক ওয়াজিদ খান। তার বয়স হয়েছিল ৪২ বছর। রোববার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। সে বার সুস্থ হয়ে ফিরে এলেও এ বার পারলেন না। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এ দিন টুইটারে লিখেছেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে। শোক প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও। তিনি লিখেছেন, ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার! ওয়াজিদের আকস্মিকভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন গায়িকা সোনা মহাপাত্র, গায়ক সেলিম মার্চেন্ট-সহ অনেকে। তবলাবাদক উস্তাদ সারফত আলি খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে গত কুড়ি বছর ধরে বলিউড কাঁপিয়েছেন তিনি। ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ এর মতো বক্সঅফিস-কাঁপানো বহু ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ। প্রথমে ইরফান খান, তার পর ঋষি কাপুর। সাম্প্রতিক কালে একের পর এক নক্ষত্রপতন ঘটেছে বলিউডে। ওয়াজিদের অকালপ্রয়াণে সেই তালিকাটা আরো দীর্ঘ হল!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status