শেষের পাতা

করোনায় চলে গেলেন মোস্তফা কামাল সৈয়দ

স্টাফ রিপোর্টার

১ জুন ২০২০, সোমবার, ৮:০৮ পূর্বাহ্ন

মিডিয়া ব্যক্তিত্ব ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই। করোনায় আক্রান্ত হয়ে গতকাল দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ১১ই মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন এনটিভির জনসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মোস্তফা কামাল সৈয়দ কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন টেলিভিশন চ্যানেলে। ২০০৩ সালে এনটিভির শুরু থেকে তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন তিনি। বিটিভির সেই সময়ে তার প্রযোজিত নাটকগুলো  বেশ সাড়া ফেলে। এরমধ্যে ‘কূল নাই, কিনার নাই’ অন্যতম। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তার মৃত্যুতে এনটিভির চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। দেশের টেলিভিশন মাধ্যমে অনন্য অবদান রাখা এ মানুষটি একেবারে আলাদা জীবনযাপন করতেন। এড়িয়ে চলতেন বিভিন্ন প্রযুুক্তিও। তিনি কখনো মোবাইল ফোন ব্যবহার করেননি। নাটক ও অনুষ্ঠান নির্বাচনেও সরাসরি তৃণমূল পর্যায়ে কথা বলে নিতেন। বলা হয়, দেশের টেলিভিশন শিল্পের অনুষ্ঠান বিভাগের অন্যতম সফল ও মেধাবী মানুষ ছিলেন তিনি। উল্লেখ্য, মোস্তফা কামাল সৈয়দের স্ত্রী বিশিষ্ট সংগীতশিল্পী জিনাত রেহানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status