বাংলারজমিন

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীর কর্মসূচি

মাগুরা প্রতিনিধি

১ জুন ২০২০, সোমবার, ৭:৪০ পূর্বাহ্ন

মাগুরায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও অসচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ আর্টিলারি ডিভিশন।
গতকাল রোববার দুপুর ১২টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাহাপাড়া দোয়ারপাড় এলাকায় মাগুরায় নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনী যশোর  ৫৫ আর্টিলারি ডিভিশন ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে  ড্রেন, বাড়ির আশেপাশের ময়লা-আবর্জনাময় স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটায়। পাশাপাশি ওই এলাকার  অসচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে তারা। যশোর সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী জানান, বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে জন্য আমরা কাজ করছি। এ জন্য আমরা মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাহাপাড়া দোয়ারপাড় এলাকায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি নালা, নর্দমা, ড্রেন ও বাড়ির আশেপাশে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করেছি। কারণ করোনা যেমন একটি মহামারি রোগ, তেমনি ডেঙ্গুও ভয়াবহ ভাইরাসজনিত রোগ। এ রোগে গত বছর সারা দেশে শতাধিক মানুষের বেশি মৃত্যুবরণ করেছিল। তাই আমরা মানুষকে আগাম সচেতন করছি ও অসচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status