বিনোদন

পশ্চিমবঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পে কাজ শুরুর অনুমতি

কলকাতা প্রতিনিধি

৩১ মে ২০২০, রবিবার, ২:৪৫ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ১লা জুন থেকে টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পে কাজ শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে ইন্ডোর এবং আউটডোর শুটিং-সহ সব কাজকর্ম চালু করা যাবে। এক্ষেত্রে ইউনিটের সদস্য সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।  আয়োজন করা যাবে না কোনো রিয়েলিটি শোয়ের। তবে অভিনেতা-অভিনেত্রীদের কিছু নিয়ম বিধি চালু করার ব্যাপারে টলিউডে জোর আলোচনা চলছে। বলিউডে যদিও ষাট পেরুনো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আগামী চার মাস শুটিং না করার প্রস্তাব দিয়েছে টেলিভিশন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু টলিউডে প্রস্তাব করা হয়েছে, ষাটোর্ধ অভিনেতা অভিনেত্রীরা বাড়িতেই শুটিং করবেন। তাদের বাড়ি গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে শুটিং হতে পারে। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা এখনই স্টুডিওতে যেতে চান না। জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের মতে, আগামী দিনের শুটিং একটা চ্যালেঞ্জ। তিনি মনে করেন, কম চরিত্র নিয়ে চিত্রনাট্য সাজিয়ে শুটিং করা অসম্ভব নয়। তবে আমাদের ধারাবাহিকে সিনিয়র অভিনয় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চরিত্র করেন। জানা গেছে, শুটিং শুরু হলেও সব অভিনয় শিল্পীকে একসঙ্গে কলটাইম দেওয়া হবে না। হয়তো তিনজন ফ্লোরে এলেন। তাদের শুটিং শেষ হলে অন্যরা আসবেন। একদিন বয়স্ক অভিনেতাদের শুটিং রাখা যেতে পারে। তাদের বাড়ি গিয়েই শুটিং হতে পারে। তবে আগামী সপ্তাহে বেশ কয়েকটি বৈঠকে বসেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status