এক্সক্লুসিভ

করোনায় ১, উপসর্গ নিয়ে ৪ সংবাদকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

৩১ মে ২০২০, রবিবার, ৭:৩০ পূর্বাহ্ন

বৈশ্বিক মহামারি করোনা-পরিস্থিতিতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কভিড- ১৯ আক্রান্ত হয়েছেন ৭৪ টি সংবাদমাধ্যমের ২১৪ জন গণমাধ্যমকর্মী। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও  প্রধান  প্রতিবেদক হুমায়ুন কবীর  খোকন। তিনি গত ২৮ এপ্রিল রাতে মারা যান। ৬ মে করোনার উপসর্গ নিয়ে  প্রাণ হারান একই পত্রিকার সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু। পরের দিন ৭ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারান ভোরের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার আসলাম রহমান। এদিকে গত ২০ মে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার  জ্যেষ্ঠ ফটো সাংবাদিক এম মিজানুর রহমান খান মারা যান করোনা উপসর্গ নিয়ে। শেষ চার জনের মৃত্যুর পর করোনা সংক্রমণের পরীক্ষা হয়নি। সবশেষ গতকাল নিজের  ফেসবুক ওয়ালে মাফ  চেয়ে একটি  পোস্ট  দেয়ার  দেড় ঘণ্টার মধ্যে না  ফেরার  দেশে চলে  গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। তার মধ্যেও করোনা উপসর্গ ছিলো। ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক  যোগাযোগমাধ্যমভিত্তিক  স্বেচ্ছাসেবী গ্রুপ সংবাদকর্মীদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য সংরক্ষণ করছে। তাদের তথ্য অনুযায়ী ৩৮টি পত্রিকা, ২১টি টেলিভিশন, ১০টি নিউজ পোর্টাল, ৪টি রেডিও, ১টি বর্তা সংস্থার ২১৪ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছে ১৮৮ জন , রাজধানীর বাইরে ২৬ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status