বাংলারজমিন

ঈশ্বরগঞ্জে খাদ্যগুদামে দুর্নীতি, কর্মকর্তাসহ প্রত্যাহার ৭

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

৩০ মে ২০২০, শনিবার, ৬:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি খাদ্যগুদামে বাইরের  ৩হাজার ৯৫০কেজি পুরাতন চাল জব্দ করার ঘটনায় গত চারদিনেও কারও বিরুদ্ধে এখনো মামলা হয়নি। তবে দুর্নীতির প্রমান পাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ছয় নিরপত্তা কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তে গিয়ে জেলা খাদ্যকর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃতরা হচ্ছেন, আঠারবাড়ি লোকাল সাইলো ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ আলী ও গুদামের ছয়জন নিরাপত্তা কর্মী। গত বৃহস্পতিবার জেলা খাদ্য বিভাগ থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকে প্রত্যাহার কার্যকর হবে।
জানা যায়, এক বছর আগের পুরাতন চাল কিভাবে আঠারবাড়ি ১নম্বর সরকারি খাদ্যগুদামে প্রবেশ করানো হয়েছে এবং অন্য গুদামগুলোতেও এভাবে চাল প্রবেশ করানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য জেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন খাদ্যবিভাগের সহকারী রসায়নবিদ উত্তম কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (করিগরি) মো.আলাউদ্দিন।
কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে আরো তিনটি গুদাম সিলগালা করেন এবং একটি গুদাম আগে সিলগালা করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে তদন্ত কমিটির সদস্যরা গুদামের ভেতরে প্রবেশ করে খামালে থাকা চালের বস্তাগুলো পরীক্ষা করেছেন।
পুরানো চাল সরকারি খাদ্যগুদামে প্রবেশ করানোর বিষয়ে জানতে চাইলে, তদন্ত কমিটির প্রধান জেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন। তাই এ বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। তবে এ ঘটনায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ তাঁকে বদলি করা হয়েছে এবং ছয় নিরপত্তা কর্মীকে প্রত্যাহার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status