বাংলারজমিন

সোনাইমুড়ীতে অস্ত্র উদ্ধার, আটক-২

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

৩০ মে ২০২০, শনিবার, ৬:২৪ পূর্বাহ্ন

নোয়াখালীর সোনাইমড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে আবু ইউছুফ জাবেদ (২০) ও মো. সাব্বির হোসেন (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দুইজন পুলিশ ও যুবলীগ নেতা ইউছুফের ওপর হামলা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শাকতলা এলাকায় গ্রেপ্তারকৃত সাব্বিরের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালুয়াই গ্রামের সোলায়মানের ছেলে আবু ইউছুফ জাবেদ ও উত্তর শাকতলা গ্রামের জাফর উল্যার ছেলে সাব্বির হোসেন।
পুলিশ জানায়, গত ১৭মে রাতে নদনা বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউছুফের ওপর অর্তকিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ীতেও হামলা করে সন্ত্রাসীরা। এতে পুলিশের ২টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয় এবং এক পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনেক আটক করে। পরে এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে উত্তর শাকতলা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী জাবেদ ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে উত্তর শাকতলা গ্রামের সাব্বিরদের রান্না ঘরে অভিযান চালিয়ে ৩টি এলজি, বন্দুকের ১টি গুলি লোড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬টি রামদা ও ১টি ধামা উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে এসআই ফারুক হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status