বাংলারজমিন

যশোরে যুবক খুন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

৩০ মে ২০২০, শনিবার, ৬:২৪ পূর্বাহ্ন

যশোর শহরের স্টেডিয়ামপাড়ায় শুক্রবার সন্ধ্যার পর প্রতিপক্ষের এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে আল মামুন (২৩) নামে এক তরুণ খুন হয়েছেন। মামুন খড়কি এলাকার বুলুর বাড়ির ভাড়াটিয়া আবুল বাশারের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক। তার পৈত্রিক নিবাস কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে। মামুনের বন্ধু খড়কি এলাকার আপনের মোড়ের নওয়াজের ছেলে আরাফাত জানান, শনিবার সন্ধ্যার দিকে স্টেডিয়ামের গেটের সামনে বটগাছের নিচে তিনি, নিহত মামুন ও আরেক বন্ধু সাজিম বসে ছিলেন। তখন ওই এলাকা ও আরবপুরের বেশ কয়েকজন সেখানে যায়। ‘কথা আছে’ বলে তারা স্টেডিয়ামের মধ্যে নিয়ে যায় মামুনকে। তারা স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢোকে এবং সেখানে গিয়ে বসে। সে সময় তাদের প্রতিপক্ষ খড়কি হাজামপাড়ার রকিকুল ইসলামের ছেলে সাব্বির, আরবপুর এলাকার ব্লাক সিয়াম, মাহিন, খোলাডাঙ্গার জয়, মিশু, এমএম কলেজপাড়ার রফিক, রসুল, তাসিম, হৃদয়, বক্কার, আরিফসহ ১৮-২০  জন  মামুনকে এলাপাতাড়ী পিটিয়ে ও চুরিকাঘাত করে পালিয়ে যায়।  পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে সে মারা যায়। হাসপাতালে সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. রেফাত শিকদার জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) শেখ আবু হেনা মিলন জানিয়েছেন, মামুনকে কারা হত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। আসামি ধরার জন্য ইতিমধ্যে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status