বাংলারজমিন

কেরানীগঞ্জে করোনায় ব্যবসায়ী সিরাজুল ইসলামের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি

৩০ মে ২০২০, শনিবার, ৬:২২ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে এবার প্রাণঘাতি করোনাভারাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন রাজধানীর ইসলামপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো. আমিনুর রহমান মৃধা ওরফে সিরাজুল ইসলাম (৫৬)। তিনি করোনা উপসর্গ নিয়ে ঈদের পরের দিন জিনজিরা ২০শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে  আরও অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি গভীর রাতে মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রাতেই ধরা পড়ে। তিনি ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও রাজধানীর ইসলামপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ছিলেন।এছাড়া তিনি শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় একটি মহিলা মাদ্রসা ও একটি পুরুষ মাদ্রাসার পরিচলানা কমিটির সভাপতি ছিলেন। তিনি রাজধানীর ইসলামপুরের একজন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী , ভাই,বোনসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, কেরানীগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু ও কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের আহবায়ক মো. ফারুক হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status