কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ভারতীয় রেল এর শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস বললেন মমতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩০ মে ২০২০, শনিবার, ১০:০৯ পূর্বাহ্ন

পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে ভারতীয় রেল যে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে তার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এই ট্রেনগুলোকে করোনা এক্সপ্রেস নাম দিয়ে মমতা বলেছেন, অন্য রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্যে অতি সম্প্রতি করোনার বাড়বাড়ন্তের ক্ষেত্রে এই শ্রমিক স্পেশাল এর অবদান আছে ৷ কোনোরকম স্বাস্থ্যবিধি না মেনেই শ্রমিকদের ভিন রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে ৷ ট্রেনে না মানা হচ্ছে সামাজিক দূরত্ব, না মানা হচ্ছে স্বাস্থ্যকর পদ্ধতি ৷ এক একটি ট্রেনে গাদাগাদি করে শ্রমিকরা আসছেন ৷ ট্রেনে ওঠার আগে কোনও থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে না ৷ মমতা বলেন, এর ফলে অন্তত আমাদের রাজ্যে করোনা বৃদ্ধি পেয়েছে ৷ উল্লেখযোগ্য এখন পর্যন্ত সারা দেশে তিনহাজার সাতশ ছত্রিশটি ট্রেনে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন ৷ মমতা বন্দোপাধ্যায় জানান যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ট্রেন প্রতি পঁচিশটি বগির ব্যবস্থা রেখেছিলেন ৷ এখন তা কমিয়ে দেওয়া হয়েছে, অথচ ভারতে রেলওয়ে বগির অভাব নেই ৷ অথচ শ্রমিকদের সেই কারণেই গাদাগাদি করে ফিরতে হচ্ছে ৷ রাজ্যে শহরতলির ট্রেন ও মেট্রো কবে চলবে তা কেন্দ্র ঠিক করবে জানিয়ে মমতা বলেন, শনিবার থেকে বাসে কুড়িজনের বেশি ছাপার অনুমতি দেওয়া হয়েছে ৷ এখন থেকে বাসে যতগুলি আসন ততোজন লোক নেয়া যাবে ৷ সোমবার থেকে নিয়মিত প্রাইভেট বাসও চলবে ৷ শুরু হবে জলপথ পরিবহনও ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status