বাংলারজমিন

মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২৭ মে ২০২০, বুধবার, ৫:৫৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁরা মারা গেছেন। নিহত দুইজনের একজন নারী (৬০)। তাঁর বাড়ি সাটুরিয়া উপজেলায়। অন্যজন কিশোর (১৬)। তাঁর বাড়ি ঘিওর উপজেলায়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে মানিকগঞ্জ আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭জনে।
ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘২১ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সাটুরিয়া উপজেলার ৬০ বছর বয়সী ওই নারী। জরুরী বিভাগের চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ২২ তারিখ বিকেলে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। এখনও সেই পাওয়া যায়নি বলে জানান তিনি। রাত ৯টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, ‘১৬ বছর বয়সী ওই কিশোরকে শ্বাসকষ্ট ও শরীরের পেছনের দিকে ব্যাথাজনিত কারণে হাসপাতালে নেওয়া হয় মঙ্গলবার বিকেল ৫টায়। জরীর বিভাগের চিকিৎসক তাঁকে পর্যবেক্ষনের পর ভর্তি করেন পুরুষ মেডিসিন ওয়ার্ডে। সেখান থেকে তাঁকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় রাত ১০টার দিকে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। জীবিত অবস্থায় তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।’    
এ পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭জনে। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর, বলে জানান তিনি। এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংথ্যা হলো ১২৮ জন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে শিবালয় উপজেলায় ১জন সাংবাদিক, মানিকগঞ্জ সদর উপজেলায় ২ নারীসহ ৪জন ও সিংগাইর উপজেলায় ১জন রয়েছেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status