বাংলারজমিন

বাসাইলে আবারো পাগলা কুকুরের তান্ডব, আহত ১৯

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২৪ মে ২০২০, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে আবারো পাগলা কুকুরের তান্ডবে শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সোয়া নয়’টা থেকে রাত নয়’টা নাগাদ পৌরসভাসহ বাসাইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরে আক্রমনের এই ঘটনা ঘটে।
বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং আক্রান্তদের স্বজনদের সূত্রে জানাযায়, শনিবার সকালে কুকুরের কামড়ে আহত হয়ে একজন চিকিৎসা নিতে আসে। বেলা বাড়ার সাথে সাথে এই রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিকেল সারে চারটা নাগাদ বাসাইল পৌরএলাকার উত্তরপাড়া,পূর্বপাড়া, সাহাপাড়া এবং বাসাইল বাজার এলাকার ৮শিশু ৩ নারী এবং ৪ পুরুষ কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। সবশেষে রাত পৌনে নটা’য় উপজেলার কাশীল ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ধান কাটার এক শ্রমিক চিকিৎসা নেয়। আক্রান্তদের স্বজনরা জানান, গলার কাছে লাল-সাদা গোলাকার দাগের কালো রঙের একটি পাগলা কুকুর আমাদের স্বজনদের কামড়ে দিয়েছে। বেলা বারোটার দিকে বাসাইল স্বাস্থ্যকমপ্লেক্সে বেশি চাপ থাকায় আমরা তিনজন রোগী নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলে যাই।

বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) শশাংক চন্দ্র পন্ডিত বলেন,রোগীদের ভাষ্যমতে কালো রঙ এবং গলায় লাল-সাদা দাগ রয়েছে এমন একটি কুকুর সবাইকে আক্রমন করেছে। সে কারনে এটাকে পাগলা কুকুর বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। চিকিৎসা নিতে আসা ১৬ জনের কারো কারো ক্ষত অনেক বেশি। তবে সবাইকে ইনজেকশন দেয়া হয়েছে।

বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন,কুকুর নিধনের সরকারী কোন নির্দশনা আপাদত আমাদের কাছে নেই । তবে আহত ব্যাক্তি পৌরসভার সাহায্য চাইলে টাঙ্গাইল সদর হাসপাতালের মাধ্যমে আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি।

উল্লেখ্য , এবছর ২৪ এপ্রিল বাসাইল পৌরএলাকায় কুকুরের কামড়ে ৭ জন আহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status