বাংলারজমিন

নরসিংদীতে ৫ হাজার পরিবারে ঈদ উপহার দিলেন আসলাম সানী

নরসিংদী প্রতিনিধি

২৪ মে ২০২০, রবিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

মহামারি নোভেল করোনা মোকাবেলায় লকডাউনে বন্দী নিম্ম ও নিম্ন মধ্যবিত্ত পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিকেএমইএ’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম আসলাম সানী।
এর মধ্যে ২৫০০ প্যাকেট তিনি বিতরন করেন নরসিংদী জেলার বেলাব উপজেলায়। বেলাব উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ৭২টি ওয়ার্ডে আসলাম সানীর পক্ষে ঈদ উপহার সামগ্রীর বাড়ি বাড়ি পৌঁছে দেন। বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ ব্যাপারে আসলাম সানী বলেন, বৈশ্বিক মহামারি প্রাণঘাতি কোভিড-১৯ মোকাবেলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমন কঠিন সময়ের মধ্যেও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গরীব ও অসহায় মানুষগুলো কাজ বন্ধ করে ঘরে আশ্রয় নিয়েছে। এদের খুব অল্প আয়ে সংসার চলতো। কিন্তু এখন উপার্জন বন্ধ, তাদেরকেও অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ঈদের দিন তারা যেনো একটু ভালো কিছু খেতে পারে সেলক্ষ্য আমার ও আমার স্ত্রী ও ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনের পক্ষ হতে সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র ৷
নরসিংদী ছাড়াও আসলাম সানী ও তার স্ত্রী নীলা হোসনের পক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ১৫০০ অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এনায়েতনগর ইউনিয়নের সাবেক ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাছলিমা বেগম। এছাড়া মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়ও তাদের পক্ষে এক হাজার প্যাকেট ঈদ উপহার বিতরন করা হয়। উল্লেখ্য আগেও করোনা পাদুর্ভাব দেখা দিলে শুরুতেই বেলাব উপজেলার ২ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status