খেলা

ভিডিও কনফারেন্সে ফুটবলারদের মাঠে ফেরার আকুতি

স্পোর্টস রিপোর্টার

২৩ মে ২০২০, শনিবার, ১২:১৩ অপরাহ্ন

জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ভিডিও কনফারেন্সে সভা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি। সেখানে আলোচনা হয়েছে জাতীয় দলের ক্যাম্প, ফিটনেস ও খেলোয়াড়দের আর্থিক পরিস্থিতি নিয়ে। বৃহস্পতিবার সভায় অংশ নিয়েছিলেন টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও। ছিলেন ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল, ম্যানেজার সত্যজিত দাশ রুপু, কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়াসহ আরও অনেক ফুটবলার।
সভায় খেলোয়াড়দের সার্বিক পরিস্থিতি নিয়ে জেমি ডে বলেন, ‘খেলোয়াড়রা আপাতত ভালো অবস্থায় আছে। তবে এই সময়ে তাদের আরও ইতিবাচক থাকতে হবে। তাদের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেলো। সামনে জাতীয় দলের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী আমাদের এখন এগিয়ে যেতে হবে। অবস্থার উন্নতি হলে তখন ফিটনেসসহ অন্য বিষয় নিয়ে কাজ করা যাবে।’ অপর দিকে জাতীয় দলের ক্যাম্প শুরুর অপেক্ষায় আছেন জামাল ভূঁইয়া, ‘এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে ফিট থাকতে হবে। আমি যতদূর জানি সবাই নিয়মিত অনুশীলনের মধ্যে আছে। আমি নিজেও অনুশীলন করে থাকি। আমি আশা করছি সামনের দিকে আমরা ট্রেনিং ক্যাম্প করতে পারবো। অন্যদের সামনে আমরা উদাহরণ তৈরি করতে চাই।’ তবে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের কাছে মাঠের অনুশীলনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘কোচ যেভাবে বলছে সেভাবেই অনুশীলন করে থাকি। তবে সব নির্দেশনা অনুযায়ী অনেক সময় করা হয় না। বাসায় অনুশীলন করে পুরো ফিটনেস আনা সম্ভব নয়। মাঠের অনুশীলনের কোনও বিকল্প নেই।’
জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা অবশ্য লীগ বাতিল হওয়ায় খেলোয়াড়দের আর্থিক বিষয়টি সবার সামনে তুলে আনলেন, ‘লীগ বাতিল হওয়াতে অনেক খেলোয়াড়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সামনের দিকে কী হবে, আমরা জানি না। তবে আমরা আশাবাদী ভালো একটা সমাধান হবে।’ সবাইকে নিয়ে বাফুফের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিফেন্ডার রায়হান হাসান। তবে আশরাফুল ইসলামের মতো তিনিও আর্থিক বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সভায়, ‘এটা অনেক ভালো উদ্যোগ বলতেই হবে। আমরা সবাই অনেক দিন পর একত্রিত হতে পেরেছি। আসলে লীগ পরিত্যক্ত হওয়ায় খেলোয়াড়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি ফেডারেশন থেকে এই বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে। ক্লাব কিংবা খেলোয়াড় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবার স্বার্থ দেখতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status