বাংলারজমিন

করোনা রোগীর জন্য ভালোবাসার উপহার পাঠালেন ডুমুরিয়ার ইউএনও

ডুমুরিয়া ( খুলনা) প্রতিনিধি

২২ মে ২০২০, শুক্রবার, ৫:৫২ পূর্বাহ্ন

ডুমুরিয়া উপজেলায় সদ্য আক্রান্ত হওয়া করোনা রোগীর জন্য ভালোবাসার উপহার পাঠালেন ইউএনও শাহনাজ বেগম। শুক্রবার সকাল ১১ টার দিকে আক্রান্তদের বাড়িতে লোক দিয়ে এ ভালোবাসার উপহার পাঠিয়ে দেন। অফিস সূত্রে জানাযায়, গত এপ্রিল মাস পর্যন্ত সারাদেশে করোনা রোগী সনাক্ত হলেও অত্র উপজেলাতে কোন করোনা রোগী সনাক্ত ছিল না। কিন্তু গত ১৮ তারিখে উপজেলার আন্দুলিয়া এলাকার বাসিন্দা একজন সেবিকা প্রথম করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং এর পরবর্তীতে গত ২১ তারিখ বৃহস্পতি বার একই উপজেলার হাসানপুর এলাকার আরেকজন ছাত্রের করোনা পজিটিভ ধরা পড়ে আর এ পর্যন্ত অত্র উপজেলার মোট ৫৩ জন লোকের নমুনা পরীক্ষা করানো হয় তার মধ্য থেকে ২ জনের পজিটিভ রিপোর্ট আসে তবে দেশে কোরোনা ভাইরাসের প্রভাব দেখা দেয়ার পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে উপজেলা মানবিক সহায়তা সেল গঠন, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ঘরে খাবার না থাকা লোকদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছানো এবং যারা বাইরে থেকে আসছে তাদের হোমকোয়ারেন্টিন নিশ্চিত করার পাশাপাশি খাবারের ব্যবস্থা করা ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা সহ আক্রান্ত রোগীদের ব্যাপারে কেউ যেন তাদের সাথে অমানবিক আচরণ না করে সেদিকে খেয়াল রাখা চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজখবর নেয়া ও খাবার পৌঁছানো। তারই অংশ হিসেবে এবার পাঠালেন ঈদকে সামনে রেখে ভালোবাসার উপহার যার মধ্যে আছে আপেল, মালটা সহ হরেক রকমের ফল এবং ঈদের শুকনা খাবার সেমাই, গুঁড়াদুধ সহ নানা রকমের খাদ্যদ্রব্য। এ বিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহি অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম বলেন করোনা ভাইরাসের আক্রমণ শুধু দেশেই নয় এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আর আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব কেউ যেন এই রোগে আক্রান্ত হয়ে তার মনোবল ভেঙে না যায় সেদিকটা বিবেচনা করেই আমরা প্রশাসনের পক্ষ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করেছি এবং সব সময় খোঁজখবর রাখছি তারা যেন মনোবল উঁচু রেখে সুস্থ হয়ে উঠতে পারে তার সার্বিক সহযোগিতা আমরা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status