খেলা

সিরি আ শেষের সময়সীমা নির্ধারণ

স্পোর্টস ডেস্ক

২২ মে ২০২০, শুক্রবার, ১২:১৩ অপরাহ্ন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত ৯ই মার্চ থেকে স্থগিত রয়েছে ইতালিয়ন সিরি আ ফুটবল আসর। লীগের ২০টি ক্লাবের খেলোয়াড়রা চলতি মাসের শুরু থেকে ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও খেলা আবার কবে মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এরই মাঝে বুধবার সিরি আ শেষের দিনক্ষণ চূড়ান্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০শে আগস্টের মধ্যে শেষ করতে হবে চলতি মৌসুমের সিরি আ। নতুন মৌসুম কবে শুরু হবে তারও ইঙ্গিত দিয়েছে তারা। ১লা সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু করতে চায় ইতালি ফুটবল ফেডারেশন।
ইতালিতে চলতি মৌসুমের ফুটবল শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় এখনো কাটেনি। একক পর্যায়ের অনুশীলন শেষে ১৮ই মে থেকে দলীয় অনুশীলনে ফেরার কথা ছিল রোনালদো-দিবালাদের। কিন্তু ইতালিয়ান সরকারের করোনা ভাইরাস বিষয়ক টেকনিক্যাল কমিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। তাই দলীয় অনুশীলন শুরুর দিনক্ষণ পিছিয়ে গেছে।
ইতালি সরকারের অনুমোদন নিয়ে আগামী ১৩ই জুন খেলা ফের শুরু করার পরিকল্পনা করেছিল লীগ কর্তৃপক্ষ। কিন্তু ১৮ই মে ফুটবল ফেডারেশন জানিয়েছে, অন্তত ১৪ই জুন পর্যন্ত স্থগিত থাকবে ইউরোপের অন্যতম শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। স্থগিত থাকা সিরি আ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি-না তা জানা যাবে আগামী ২৮ মে। সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯মফ মার্চ থেকে স্থগিত আছে সিরি আ। আসরে সব দলের এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি দলের একটি করে ম্যাচ বেশি বাকি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাজিও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status